• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ সদর এতিমখানার সভাপতি হলেন পৌর মেয়র

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জের আবু বক্কর সিদ্দিক আলকোরাইশী ও পীর মোসলেউদ্দিন (রহঃ) এতিমখানার  ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর গত ৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করায় সভাপতি পদ শূন্য হওয়ায়, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোওয়ারীকে সভাপতি নির্বাচিত করেন ম্যানেজিং কমিটির বাকি সদস্যরা। এতিমখানার সুপার মাওলানা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আবুল খায়ের পাটওয়ারী এতিমখানার  সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।