• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের রাজাপুর বাজারে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দুলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মজুমদার, প্রধান বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন বেলাল ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু সায়েম মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল সর্দার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার প্রমুখ।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ ইসমাঈল হোসেনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউপি সদস্য মোঃ মানিক মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইকবাল, ছাত্রনেতা সাইদুর রহমান, রবিউল আলম সর্দার প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম। বক্তব্য শেষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও নব-গঠিত কমিটিকে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
ঘোষিত নব-গঠিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হলেন মোঃ ইসমাঈল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন সবুজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নবীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক।
কর্মী সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, মোঃ আবু বকর সিদ্দিক সুমন, হাছান পাটওয়ারী, শাহজালাল রাছেল, জহিরুল ইসলাম, মাহবুব আলম, আনোয়ার হোসেন খান ও শরীফুল ইসলাম গাজীসহ অন্যান্য অতিথি।