• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘আপনে’র পক্ষ থেকে চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা জানিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপন’। এ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে এক প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়।
আয়োজনের শুরুতেই আপন পরিবারের পক্ষ থেকে চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এছাড়াও আপনের পক্ষ থেকে চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আপন-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটাঃ ডাঃ রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির কার্যকরী সদস্য রোটাঃ ডাঃ মাসুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ লতিফ মিয়া গাজী, সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ আহমেদ মিঠু, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহঃ অর্থ সম্পাদক নুরুজ্জামান কালু, দপ্তর সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইদুজ্জামান, অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী, মোঃ শাহজালাল, মনজুর হোসেন, অ্যাডঃ সাহিদুল্লা পাটোয়ারী, অ্যাডঃ শাহাদাত হোসেন, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
‘আপনে’র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রোটাঃ মাহমুদা খানম ও রওশন আক্তার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ‘আপনে’র সদস্য সচিব আশিক বিন রহিম।
প্রীতি সম্মিলনে বক্তারা বলেন, ভালোবাসাবিহীন পৃথিবীটা একটা নরকে পরিণত হয়। পারস্পরিক ভালোবাসা-সৌহার্দ্য না থাকলে একটি সুন্দর সমাজ গড়ে ওঠে না। আজকে সামাজিক সংগঠন ‘আপনে’র পক্ষ থেকে চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা জানানো হয়েছে। এর মাধ্যমে দুটি সংগঠনের মাঝে চমৎকার একটি সম্পর্ক সৃষ্টি হবে। এই দুটি সংগঠনের উদ্দেশ্যই হলো দেশ এবং মানুষের কল্যাণে কাজ করা, একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা। আমাদের এই পারস্পরিক ভালোবাসা অটুট থাকুক, সেই কামনা করছি।