• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চাঁদপুর জেলার শাখার শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডাঃ দীপু মনির জন্যে আপনারা দোয়া করবেন : পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চাঁদপুর জেলা শাখা কর্তৃক শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা আইডিবি কার্যালয় মিলনায়তনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
তিনি আইডিবি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলীদের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ। আগে বলতে শোনা যেত, কৃষি নির্ভর বাংলাদেশ আর এখন বলা হচ্ছে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। আমাদেরকে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজ জাতির পিতার স্বপ্ন পূরণে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় চাঁদপুরও এগিয়ে যাচ্ছে তার কাক্সিক্ষত লক্ষ্যে। চাঁদপুরের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করছেন চাঁদপুরের অহঙ্কার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তাঁর একান্ত প্রচেষ্টায় হাইমচরে অর্থনৈতিক জোন, চাঁদপুর মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, চাঁদপুর শহর রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এ সকল প্রতিষ্ঠান চাঁদপুরে নির্মিত হলে কারা উপকৃত হবে তা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। অথচ আজ কিছু লোক এ সকল উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করতে ডাঃ দীপু মনিসহ তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করে চলছেন। আপনারা ডাঃ দীপু মনির জন্যে দোয়া করবেন, তিনি যেন এ সকল উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেন। তিনি আরো বলেন, দেশের কোথাও যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, তাহলে তার স্থান নির্বাচন করেন ঐ প্রতিষ্ঠানের মন্ত্রণালয়। আর ঐ স্থানের আর্থিক মূল্য নির্ধারণ করেন জেলা প্রশাসক। এক্ষেত্রে মন্ত্রীর দোষ কোথায় তা আপনারা ভেবে দেখবেন।
তিনি আরো বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে আমাদের সকলেরই সামর্থ্য অনুযায়ী কাজ করা উচিত। যদি তা করতে পারি তাহলে দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। আজ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আইডিইবি মহৎ কাজ করেছে। তাদের এ ধরনের সেবামূলক কাজ আগামীতেও তারা অব্যাহত রাখবে বলে আমি বিশ^াস করি। তিনি তার নির্বাচনী ওয়াদা পূরণ করার কথা উল্লেখ করে বলেন, আপনাদের দেয়া ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমার দরজা আপনাদের জন্যে সব সময় খোলা রয়েছে। যে কোনো প্রয়োজনে আসবেন, চেষ্টা করবো সমস্যা সমাধানের।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী একেএম আব্দুল মোতালেব।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী স্বপন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আলী নূর, অর্থ সম্পাদক প্রকৌশলী মোঃ বদরউদ্দিন মোল্লাসহ সংগঠনের নেতৃবৃন্দ । অতিথিদ্বয় অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল তুলে দেন।

সর্বাধিক পঠিত