• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জে পানিতে ডুবে সুরাইয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামের খনকার বাড়িতে এ ঘটনা ঘটে। এ বাড়ির সুমন বেপারীর ছোট মেয়ে সুরাইয়া (৩) খেলার ছলে বাড়ির পুকুরে পড়ে মারা যায়।
সুরাইয়ার পিতা সুমন বেপারী বলেন, সকালে আমাদের সকলের অগোচরে আমার মেয়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। আমরা তাকে খুঁজে না পেয়ে পুকুরে খোঁজ করে দেখি আমার মেয়ে সুরাইয়া পানিতে ভাসছে। তখন সুইয়াকে পুকুর থেকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।