• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে ৫শ’ কেজি জাটকা জব্দের পর এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলায় ৫শ’ কেজি জাটকা জব্দ করে এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এসব জাটকা ৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারের বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি ৬টি হাফজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করে। একই দিন বিকেল ৩টার দিকে ছোট গাড়িতে করে জাটকা মাছ নিয়ে যাওয়ার সময় বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি তা আটক করে। আটককৃত জাটকার পরিমাণ আনুমানিক ৫শ’ কেজি।
এতিমখানা এবং স্থানীয় দুঃস্থদের মাঝে জাটকাগুলো বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী শরিফুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুজ্জামান, বেলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম, ইনচার্জ বেলতলী পুলিশ ফাঁড়ি, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান প্রমুখ।

সর্বাধিক পঠিত