• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৪ জন আটক হয়। ৬ ফেব্রুয়ারি রোববার রাতে ফরিদগঞ্জের অফিসার ইনচার্জ শহীদ হোসেনের নির্দেশে অভিযান পরিচালনা করে সিআর মামলার ৫ জন আসামী, জিআর মামলার ২ জন আসামী, জুয়া আইনে ৭ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- সিআর মামলার আঃ মান্নান (পিতা-জবেদুল¬াহ, সাং-ভাটের হদ), ফাতেমা বেগম, (স্বামী- লোকমান), রুমা বেগম (পিতা-লোকমান হোসেন, উভয় সাং-শাসিয়ালী), মোঃ দেলোয়ার হোসেন (পিতা-মৃত মোখলেছুর রহমান, সাং-আসতকুয়ারী), অহিদ ভূঁইয়া (পিতা মৃত ওছমান ভূঁইয়া, সাং-গাজীপুর), জিআর মামলার তাসলিমা বেগম, (স্বামী মোঃ দুলাল মিয়া, সাং-লাউতলী), ফরিদ মিয়া (৫০) (পিতা- শহীদ উল্যাহ মুন্সি, সাং-নূরপুর)
এছাড়া উপজেলার ধানুয়া বাজারে জুয়া খেলাবস্থায় মোঃ সেলিম (৩২), (পিতা- মৃত আঃ লতিফ বকাউল, সাং-সাবদী, বকাউল বাড়ি), মোঃ আরিফ (২৮) (পিতা- মোঃ বিল্লাল গাজী, সাং- সোবহানপুর, উভয় থানা ও জেলা-চাঁদপুর), মোঃ ইমান (১৯) (পিতা- জাকির হোসেন, সাং সেকদী, মোঃ রিয়াজ (২৭), পিতা- মোঃ ওসমান গনি, সাং- সবুজগ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুর), শ্রী কৃঞ্চ (২৬) (পিতা- মৃত মনিন্দ চন্দ বর্মন, সাং- সাবদী, ঝালো বাড়ি, থানা ও জেলা-চাঁদপুর), মোঃ জাফর (২২), (পিতা- মোঃ জাহের আলী, সাং- বাহেরচর, বেপারী বাড়ি, থানা- মতলব উত্তর), মোঃ মানিক (২৪), (পিতা- মৃত শহিদ-উল্যা বেপারী, সাং- সিপাই কান্দি, বেপারী বাড়ি), থানা- মতলব উত্তর)।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, বিভিন্ন মামলায় ১৪ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত