• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৪র্থ বার জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শহীদ হোসেন

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ৪র্থ বারের মতো নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন। ৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) এ ঘোষণা দেন।
পরে তিনি ওসি মোহাম্মদ শহীদ হোসেনের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক  তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (হাজীগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম (ক্রাইম ও অপস)সহ অন্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরীতে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হন।
এই সম্মাননা স্মারক ৪র্থ বারের মতো গ্রহণের পর ওসি মোহাম্মদ শহীদ হোসেন সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বাধিক পঠিত