আজ থেকে কচুয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে করোনার ২য় ডোজ টিকাদান কার্যক্রম শুরু
কচুয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর ২য় ডোজ টিকাদান কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খানের দেয়া তথ্য অনুসারে প্রথম দিনে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫হাজার ৮শ’ ৬৬ জনকে টিকা দেয়া হবে।
এছাড়া একই কেন্দ্রে ৯ ফেব্রুয়ারি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৭শ’ ১৩ জন শিক্ষার্থী, ১২ ফেব্রুয়ারি ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৮শ’ ৬২ জন শিক্ষার্থী, ১৩ ফেব্রুয়ারি ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৯শ’ ৭৯ জন শিক্ষার্থী, ১৪ ফেব্রুয়ারি ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ১শ’ ১৮ জন শিক্ষার্থী, ১৫ ফেব্রুয়ারি ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৫শ’ ৯২জন শিক্ষার্থী, ১৬ ফেব্রুয়ারি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৩শ’ ২০ জন শিক্ষার্থী এবং ২৪ ফেব্রুয়ারি ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৪শ’ ১৯ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কচুয়ায় সর্বমোট ৪০ হাজার ৮শ’ ৬৯ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। এ বিষয়ে গত শনিবার কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফের সভাপতিত্বে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং তাদের প্রতিনিধি সমন্বয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আশেক আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন।
সভায় আসন্ন টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্যে মূল্যবান মতামত তুলে ধরেন তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস, রহিমানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, পালগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, চাঁদপুর এম.এ. খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাহাদাত হোসেন, রহিমানগর শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, পালাখাল রোস্তম আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, আশরাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস, মনোহরপুর মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানা আসন্ন ৮, ৯, ১০, ১২, ১৩, ১৫, ১৬ ও ২৪ ফেব্রুয়ারি টিকা কার্যক্রমের ২য় ডোজ এবং ১ম ডোজ গ্রহণে বাকি পড়া শিক্ষার্থীদের শ্রেণীওয়ারী (এসএসসি, এইচএসসি ও আলিম) বিস্তারিত বিষয় উপস্থিত সবাইকে অবহিত করেন।
পরিশেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ সরকারি টিকা কার্যক্রম সফল করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।