• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। কার্যনির্বাহী কমিটির সভাপতি কামরুজ্জামান টুটুলের  সভাপ্রধানে এদিন দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ ফুড লাভার্স পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।  সভা শেষে উপদেষ্টা ও সদস্যগণকে ফুল দিয়ে বরণ এবং উপস্থিত সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, উপদেষ্টা সদস্য ও নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ, সদ্য প্রয়াত সদস্য সাংবাদিক আবু তাহের মিসবাহ ও জাকির হোসেন লিটনের মৃত্যুতে শোক প্রস্তাব এবং পরিবারকে আর্থিক সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণসহ বিবিধ আলোচনা করা হয়।
সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম লিটন, কাজী হারুনুর রশিদ, হাবিবুর রহমান, মহিউদ্দিন আল আজাদ, এসএম চিশতী, সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্, সদস্য সাইফুল ইসলাম সিফাত প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মেহেদী হাছান ও গীতা পাঠ করেন দপ্তর সম্পাদক সুজন দাস।
সভা শেষে সমিতির উপদেষ্টা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী ও উপদেষ্টা আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সমিতির সদস্যরা।
অনুষ্ঠানে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, প্রচার সম্পাদক রেজাউল করিমন নয়ন, কার্যকরি সদস্য সাইফুল ইসলাম, নজরুল ইসলাম জসিম, সদস্য অমর দাস, পাপ্পু মাহমুদ, মজিবুর রহমান রনি, সুব্রত দেব বাপ্পী ও খোরশেদ আলম উপস্থিত ছিলেন।