• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে সনি-র‌্যাংগসের নিজস্ব শোরুম উদ্বোধন

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রথম হাজীগঞ্জে সনি-র‌্যাংগস কোম্পানীর নিজস্ব শোরুমের উদ্বোধন হয়েছে। হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ ব্রিজের পাশে সোমবার বিকেলে ফিতা কেটে এ শোরুমের উদ্বোধন করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী ও র‌্যাংগস ইলেকট্রনিক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (হেড অব রিটেইল সেলস্) কে.এম. মোসাদ্দেক উল্লাহ মুন্না।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল, হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও ব্যবসায়ী সমিতির ওয়ার্ড কমিশনার হাজী কবির হোসেন কাজী, অগ্রণী ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর হোসেন ফরাজী, বিসমিল্লাহ জেনারেল হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তোফায়েল আহমেদ।
আরো উপস্থিত ছিলেন উক্ত ভবনের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েত উল্যাহ্ তালুকদার মিরন, বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন তালুকদার, র‌্যাংগস ইলেকট্রনিক্স হেড অব ডিলার সেলস্ মোঃ সেলিম রেজা, কুমিল্লা জোনের ডিলার মার্কেট ইনচার্জ মোঃ আবুল হোসাইন, ডিলার মার্কেট ম্যানেজার মোঃ মাসুদ ইবনে করিম, চৌমুহনী ডিলার মার্কেট ইনচার্জ মোঃ শামীম হোসাইন, হেড অব রিটেইল সেলস্ মোঃ মামুনুর রশিদ প্রমুখ।
হাজীগঞ্জ শোরুম ইনচার্জ সুমন আচার্যের সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে মার্কেটিং ও সেলস্ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারি, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাণিজ্যমেলার ছাড়ের সুবিধাসমূহ উক্ত শোরুমে পাওয়া যাবে।

 

সর্বাধিক পঠিত