• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতা বস্ত্র ব্যবসায়ী হাবিব উল্লাহ খানের ইন্তেকাল জানাজা সকাল ১১টায় হাসান আলী হাইস্কুল মাঠ

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পিতা চাঁদপুর শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব উল্লাহ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...... রাজেউন)। তিনি গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
    মরহুমের প্রথম জানাজা নামাজ আজ সকাল ১১টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি রঘুনাথপুর আদম খান বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।
    জনাব হাবিব উল্লাহ খানের বাসা চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ (মিশন রোড) উলফত কটেজ। তিনি চাঁদপুর শহরের পালবাজার এলাকার হাবিব ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী। চাঁদপুর বেগম জামে মসজিদ কমিটির এক সময়ের সেক্রেটারীর দায়িত্ব পালন করেছেন তিনি।
চাঁদপুর প্রেসক্লাবের শোক
    চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পিতা চাঁদপুর শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী হাবিব ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী হাবিব উল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত