• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গরিব দুঃস্থ ও অসহায় ৩৬ জনকে ২ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলার ৩৬ জন গরিব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে ২ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ তহবিল হতে ৩৬ ব্যক্তিকে ২ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ৬ ফেব্রুয়ারি সকালে তাঁর সম্মেলন কক্ষে সুবিধাভোগীদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের দুঃস্থ ও অসহায় শ্রেণির মানুষের দোরগোড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা পৌঁছে দিচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান ও চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত