• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাবেক এমপি হারুন খানের বড় ছেলের মৃত্যু

আজ জানাজা

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ আসনের দুবারের সাবেক সংসদ ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম হারুনুর রশীদ খানের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সফরমালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি  মমিনুল হক খান বাবু (৬০) গতকাল ৭ ফেব্রুয়ারি সোমবার সকালে ঢাকার ইন্দিরা রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
আজ মঙ্গলবার বাদ জোহর চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শোক প্রকাশ
মমিনুল হক খান বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশপূর্বক শোকসন্তপ্ত পরিবারের  প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ শরীফ হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব অ্যাডঃ মোঃ আরিফ হোসেনসহ জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ছবি-০১
স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভাঙ্গারি ব্যবসায়ী আটক
গোলাম মোস্তফা ॥ পিতা-মাতাকে হত্যার হুমকি দিয়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভাঙ্গারি ব্যবসায়ী মোঃ আলী (৩৭)কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে আটক মোঃ আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সকালে ওই ছাত্রীর পিতা নুরুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। যার নং-১৬।
অভিযুক্ত মোঃ আলী শহরের রহমতপুর আবাসিক এলাকার জামাল শেখের ছেলে। শিশু মেয়েটি শহরের ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, ৬ ফেব্রয়ারি বিকেলে ভাঙ্গারি ব্যবসায়ী মোঃ আলীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) মোঃ ইসমাইল হোসেন শহরের নিউ ট্রাক রোডস্থ ভাঙ্গারীর দোকান থেকে  আটক করে থানায় নিয়ে আসেন।
আটক মোঃ আলী ও মেয়ের পিতা উভয়ই ভাঙ্গারি ব্যবসায়ী। সে সুবাদে মোঃ আলীর সাথে মেয়ের পিতার পরিচয়। মেয়ের পিতার আর্থিক দুর্বলতার কারণে সখ্যতা গড়ে তোলে মোঃ আলী। এই সখ্যতার মধ্য দিয়ে সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে মেয়ের বাবা ও মাকে হুমকি-ধমকি দিয়ে মেয়েটিকে বিয়ে করে। পরে  বিপণীবাগ এলাকায় মেয়েটিসহ বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে।
শিশু মেয়েটি জানায়, আমি ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আমার পিতা-মাতাকে হত্যার হুমকি দিয়ে আলী আমাকে জোর করে বিয়ে করে। গত ২৪ জানুয়ারি নোটারী পাবলিকের  মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর দিন আলী আমার সাথে শারিরিক সম্পর্ক করতে গেলে আমি তাতে বাধা প্রদান করি। তখন আলী আমার গলায় চাপ দিয়ে পিতা-মাতাকে হত্যার হুমকি দেয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন জানান, অভিযুক্ত মোঃ আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।