• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাংবাদিক আবদুর রহমান গাজীর মায়ের ঈসালে সওয়াব মাহফিল

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কোষাধ্যক্ষ ও দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আবদুর রহমান গাজীর মা মরহুমা আনোয়ারা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব থেকে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জিটি রোডস্থ আল-আমিন জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লার সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। মাহফিলে সব বিষয়ে আলোচনা করেন আইয়াম্মে হিযবুল্লাহর চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন জাফরী। এতে অংশ নেন নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মেদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহআলম ও মোঃ আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সুমন খান, আখন্দ বাড়ি বায়তুল আমিন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন, মসজিদের সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম, কোষাধ্যক্ষ মোঃ শাহ আলম আখন্দ, মোল্লা বাড়ি আল-আমিন জামে মসজিদের ইমাম মাওলানা আলী আহমদ ও মসজিদের সহ-সভাপতি মোঃ বারেক আখন্দ, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ তপাদার, যুগ্ম সম্পাদক মোঃ মুখলেছুর রহমান তালুকদার, জমইয়াতে হিযবুল্লাহর ১৫নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসাইন, তালুকদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান তালুকদার, মোঃ নুরুল ইসলাম গাজী, চাঁদপুর পৌরসভার সহকারী কর আদায়কারী ফিরোজ আলম, এডভেঞ্চার বয়েজের সভাপতি জিএম জাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।
উল্লেখ্য, মোঃ আবদুর রহমান গাজীর মা মরহুমা আনোয়ারা বেগম ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন এবং তার বাবা মরহুম মতিউর রহমান গাজী ১৯৯৫ সালের ১৬ এপ্রিল চট্টগ্রামের পটিয়ায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।