• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উদীচীর দ্বি-বার্ষিক শাখা সম্মেলন ॥ নতুন কমিটি গঠন

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 উদীচী শিল্পী গোষ্ঠী মতলব দক্ষিণ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে স্থানীয় কচি-কাঁচা মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা শাখার সহ-সভাপতি মোঃ জাকির হোসেন। উপজেলা শাখার সভাপতি শুধাংসু সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর। বক্তব্য রাখেন মুন্সিরহাট ডিগ্রি কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা খান, নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যাপক দুলাল চন্দ্র পোদ্দার, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ।
পরে জেলা কমিটির সদস্য রোকনুজ্জামান রোকনকে সভাপতি ও স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমির অধ্যক্ষ নাছরিন জাহান নিপাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সর্বাধিক পঠিত