• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তোষপুরের পীর সাহেবের শয্যাপাশে বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন হারুন ও উপজেলা চেয়ারম্যান রোমান

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওঃ শাহ্ আবদুল করীম বিন মুহাম্মদকে দেখতে গতকাল শনিবার ঢাকার ইবনে সিনা হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। এর আগে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান হাসপাতালে গিয়ে পীর সাহেবের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।
ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে যাওয়ার পথে গত ১ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পীর সাহেব হুজুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর ও দোয়া নিতে গতকাল শনিবার হাসপাতালে যান সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ফখরুল হাসান, শফিকুল ইসলাম স্বপন, মীর মনির হোসেন প্রমুখ।