• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

একেএম শফিক উল্যা সরকারের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, মিলাদ ও দোয়া

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব একেএম শফিক উল্যা সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রবাহের আয়োজনে স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, এএইএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া, মুনির চৌধুরী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর প্রবাহের নির্বাহী সদস্য আলহাজ ওমর পাটওয়ারী, চাঁদপুর প্রবাহের যুগ্ম বার্তা সম্পাদক হাসান মাহমুদ, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদ, তপাদার রাইস মেইলের স্বত্বাধিকারী হাফেজ মোঃ জাকির হোসেন, মরহুম শফিক উল্লা সরকারের বড় ছেলে তনয়।
উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আপ্যায়ন ও বিনোদন বিষয়ক সম্পদাক তালহা জুবায়ের, চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আল-আমিন, শাওন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার গাজী মোঃ মহসিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।