• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাংবাদিকতায় সততার উজ্জল দৃষ্টান্ত

শংকর চন্দ্র দের মৃত্যুতে চাঁদপুর সাংবাদিক ও জনকল্যাণ ফাউন্ডেশনসহ বিশিষ্টজনদের শোক

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘মফস্বল সাংবাদিক নয় জাতীয় সাংবাদিক’ আজন্ম এই ধারার অনুসারী সাংবাদিকতায় সততার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর চন্দ্র দে’র (৭৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর সাংবাদিক ও জনকল্যাণ ফাউন্ডেশনসহ বিশিষ্টজনরা। সচেতন পাঠক সমাজের সৌজন্যে নি¤েœ তা হুবহু পৃথক পৃথকভবে পত্রস্থ করা হলো। সংবাদপত্রে প্রদত্ত যৌথ বিবৃতিতে চাঁদপুর সাংবাদিক ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, কার্যনির্বাহী সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক কাজী বেলাল জানান, চাঁদপুরের এই প্রথিতযশা সাংবাদিকের মৃত্যুতে আমরা সকলে গভীরভাবে শোকাভিভূত। জীবদ্দশায় শংকর চন্দ্র দে ছিলেন আমাদের জন্য নিবেদিতপ্রাণ সাংবাদিকতায় একজন অনুপ্রেরণার উৎস। তিনি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্রাস্টের মালিকানাধীন পত্রিকা অধুনালুপ্ত ‘দৈনিক বাংলা’ পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে চাঁদপুর জেলা প্রতিনিধি এবং চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও পুরাণবাজার ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি তাঁর দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের সংবাদপত্র জগতে বর্তমান ও ভবিষ্যৎ সাংবাদিকদের জন্য সততার উজ্জ্বল দৃষ্টান্তের স্থানটি ব্যাপকভাবে শূন্য হলো। তাঁর এ শূন্যস্থান কোনোদিন পূরণ হবার নয়। তাঁর আত্মার সদগতি কামনা করে এবং পরপারে তিনি ভাল থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শংকর চন্দ্র দে’র মৃত্যুতে বিশিষ্টজনরাও অনুরূপ শোক জ্ঞাপন করে সংবাদপত্রে পৃথক পৃথকভাবে বিবৃতি দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতার পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) অবসরপ্রাপ্ত মহা-পরিচালক প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোঃ শাহাদাত হোসেন, মহান মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডারস্ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক প্রফেসর আবুল কালাম আজাদ পাটোয়ারী, চাঁদপুর জেলার পি.পি. অ্যাডঃ রণজিত কুমার রায় চৌধুরী, চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁঞা, চাঁদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বনামধন্য রক্তদাতা সংস্থা জীবন দীপের প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ মোঃ রুহুল আমিন সরকার, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ আলী মাঝি, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সংগঠক লিটন ভূঁইয়া, চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোঃ জসিম উদ্দিন, নাজিরপাড়া সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ডাঃ মোঃ ছফিউল্লাহ, সাপ্তাহিক চাঁদপুর কাগজ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কানন, মাননীয় শিক্ষামন্ত্রীর চাঁদপুরের অফিস সেক্রেটারী এমরান হোসেন সেলিম, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, দৈনিক মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ডাঃ মাসুদ হাসান, চাঁদপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এছাড়া প্রবাস থেকেও চাঁদপুরের এই নিবেদিতপ্রাণ সাংবাদিক শংকর চন্দ্র দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন যথাক্রমে আমেরিকা প্রবাসী দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার সম্পাদক ম-লীর সভাপতি কবির পাটোয়ারী, একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি পারভিন পাটোয়ারী মনি, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।