• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর চেম্বার অব কমার্সের সভায় আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম

আমরা এখনো ট্রাকঘাট প্রথার হয়রানি থেকে মুক্ত হতে পারিনি

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্সের এক সভা পুরাণবাজারস্থ চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতিতে গতকাল ১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম। তিনি ব্যবসায়ীদের পুরাণবাজারের ব্যবসায়ী ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, দেশের সকল স্থানে বাণিজ্য বন্দর হিসেবে চাঁদপুরের সুনাম রয়েছে। এখানে ব্যবসায়ীদের মাঝে ব্যবসায়িক লেনদেন বা কোনো জটিলতা সৃষ্টি হলে ন্যায়সংগত বিচারে চাঁদপুর চেম্বার কখনো কোনো পক্ষপাতিত্ব করে না। এক্ষেত্রে চেম্বার সকল সময় ন্যায়সঙ্গত ভূমিকা পালন করে আসছে। চাঁদপুর চেম্বারের এ সুনাম দেশের সকল স্থানে বিদ্যমান রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বাজার খাজনা নিয়ে জটিলতা সৃষ্টি হলেও চাঁদপুর বাণিজ্য বন্দরে এমন কোনো জটিলতা নেই। ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনাক্রমে ক্রেতা সাধারণের সুবিধার্থে খাজনা সংক্রান্ত কোনো জটিলতা যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে চাঁদপুর চেম্বার সকল সময় সক্রিয় ভূমিকা পালন করে থাকে। খাজনা উত্তোলনের নামে ক্রেতা সাধারণের হয়রানিরোধে আমরা চাঁদপুর চেম্বার কর্তৃপক্ষ চাঁদপুর পৌরসভার মেয়রের আন্তরিক সহযোগিতার মাধ্যমে বাজার ডাক নিয়ে থাকি। যাতে বহিরাগত কেউ ডাক গ্রহণের নামে ক্রেতাসাধারণের কাছ থেকে বাড়তি কোনো অর্থ আদায় করতে না পারে। করোনাকালীন সময় ব্যবসায়ীদের অনেকের আর্থিক অবস্থা খারাপসহ বাজারে ক্রেতা উপস্থিতিও অনেক কমে গেছে। চাঁদপুর পৌর মেয়রের কাছে আমাদের দাবি থাকবে, বৈশ্বিক করোনাসহ ব্যবসা-বাণিজ্যের কথা চিন্তা করে বাজার ডাকের ক্ষেত্রে প্রতিবছরের ন্যায় এ বছরও যাতে চাঁদপুর চেম্বারকে সহযোগিতা করা হয়। আমরা ব্যবসায়ী সমাজ ব্যবসার পাশাপাশি সামাজিক সেবামূলক কাজের সাথেও সম্পৃক্ত রয়েছি। তাই আমাদেরকে দেখার দায়িত্বও পৌর মেয়রের রয়েছে।
সভায় মালামাল লোড আনলোডের ক্ষেত্রে বাজারের ব্যবসায়ীগণ ট্রাকঘাটে অবস্থানরত ট্রাকঘাট লেবার অ্যাসোসিয়েশনের অনিয়মের কথা তুলে ধরেন। তারা চেম্বার সভাপতি ও পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চেম্বার যেহেতু পৌরসভা থেকে ডাক নিয়ে থাকে, সেহেতু আমরা চেম্বারের সিদ্ধান্ত মোতাবেক তা মেনে নিয়ে নির্বিঘেœ ব্যবসা পরিচালনাসহ মালামাল লোড আনলোড করে আসছি। চাঁদপুর চেম্বারের যুগপৎ আন্দোলনের মুখে ট্রাকঘাট প্রথা বিলুপ্ত হলেও মনে হয় আমরা এখনো ট্রাকঘাট প্রথার হয়রানি থেকে মুক্ত হতে পারিনি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকরা  ট্রাকে মাল লোড আনলোড দিতে সক্ষম হলেও তারা তা দিতে পারছেন না। তারা যদিও ট্রাকে মাল লোড আনলোড করে থাকেন, তাহলেও ট্রাকঘাট লেবার অ্যাসোসিয়েশন শ্রমিকদের লোড আনলোডের পয়সা দিতে হবে এবং তাদের মাধ্যমেই ট্রাক বা পরিবহনে লোড আনলোড করতে হবে। আমরা এই অনিয়মের হাত থেকে পরিত্রাণ চাই।
ব্যবসায়ীদের বিষয়টি চেম্বার সভাপতি অনুভব করেন এবং এ বিষয়টি সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। চেম্বার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম বর্তমান করোনা ও ওমিক্রনের ভয়াবহতা উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। সভায় খ্যাতিমান ব্যবসায়ী চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সালিসি বোর্ডের সাবেক সদস্য কার্তিক চন্দ্র সাহার আত্মার শান্তি কামনা পূর্বক ১ মিনিট নীরবতা পালনসহ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় চেম্বার পরিচালকদের মাঝে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় পরিচালকদের মাঝে আরো বক্তব্য রাখেন মাইনুল ইসলাম কিশোর, আমিনুর রহমান বাবুল, পরেশ মালাকার, হাজী মোঃ লিয়াকত পাটওয়ারী ও রেজওয়ানুর রহমান রিজু পাটওয়ারী।
ব্যবসায়ীদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল আলম পাটওয়ারী, ব্যবসায়ী আলহাজ্ব স্বপন পাটোয়ারী, প্রমোদ কুমার দাস, গোবিন্দ সাহা, তিমির নাহা, অতিন্দ্র সাহা, আলহাজ্ব মোঃ মান্নান শেখ, দুলাল কাজী, জীবন দেবনাথ, সবুজ পোদ্দার, মোঃ মোস্তফা মোল্লা প্রমুখ।  সভায় চেম্বার সচিব আঃ মোতালেব শেখ টুটুল, মোঃ মনির হোসেন, মোঃ হাবিবুর রহমান, গোপাল চন্দ্র দাসসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।