• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উপজেলা প্রেসক্লাব হাইমচরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মেঘনা তীরবর্তী অঞ্চলে অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে উপজেলা প্রেসক্লাব, হাইমচরের নেতৃবৃন্দ। রাতের আঁধারে উপজেলার পশ্চিম চর কৃষ্ণপুর ও চরভাঙ্গা গ্রামে এ কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে উপজেলা প্রেসক্লাব, হাইমচরের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাজহারুল ইসলাম শফিক ও গাজী খলিলুর রহমানের নির্দেশনায় নদী তীরবর্তী অঞ্চলে ঘুরে ঘুরে এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণকালে প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম বলেন, শীতের কবলে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। মানুষজন অনেকটা মানবেতর জীবনযাপন করছে। এ পরিস্থিতিতে কিছুটা হলেও মানুষের যেন সমস্যা সমাধান করা যায় আর সে মনমানসিকতা থেকে আজ রাতের আঁধারে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল হাতে পেয়ে বৃদ্ধ কাদির ঢালী বলেন, গত ক’দিনের শীতে কী যে কষ্টে ছিলাম একমাত্র আল্লাহই ভালো জানেন। আজ এই মানুষগুলো বাড়িতে এসে একটা কম্বল দিলো। অনেক খুশি হইছি।
কুলছুমেন নেছা বলেন, ছোট্ট চার মাসের বাচ্চা নিয়ে শীতে অনেক কষ্ট করছি। এখন থেকে আর শীতে কষ্ট করতে হবে না। এই কম্বলটা যে কত উপকারে আসলো সেটা বলে বুঝাতে পারবো না। যারা আজ এই কম্বলটা দিলো আল্লাহ তাদের যেন মঙ্গল করেন।
বৃদ্ধা জয়তুন খাতুন বলেন, মা মরা দুই নাতি-নাতনি নিয়ে শীতে অনেক কষ্ট করছি। পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে রাত পার করছি। অনেক মানুষকে বলেছি একটা কম্বল দেয়ার জন্য, কেউ দেয় নি। এ কম্বলটা আমার অনেক উপকারে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব হাইমচরের সহ-সভাপতি জিএম জহির, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।