• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যানজট নিরসনে শাহরাস্তি থানা ওসির উদ্যোগ

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাংগা এলাকার যানজট নিরসনে উদ্যোগ নিয়েছেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান। দোয়াভাঙ্গা এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরও কোনোভাবেই ঐ এলাকাকে যানজটমুক্ত করা সম্ভব হয়নি। প্রতিদিন যাত্রীদের যানজটের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয়। সিএনজি চালিত অটোরিকশা, অটোবাইক, বাস-ট্রাকসহ যানবাহনগুলো কোনোপ্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইচ্ছে মতো গাড়ি পার্কিং করায় যানজটের সৃষ্টি হয়। জনসাধারণের ভোগান্তি কমাতে ৩১ জানুয়ারি সোমবার মাঠে নামেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান। সকাল থেকেই তিনি সড়কে দাঁড়িয়ে যানবাহনগুলো সঠিকভাবে চলাচলের দিক-নির্দেশনা দেন। এছাড়াও তিনি মাইকিং করে দিক-নির্দেশনা প্রদান করেন। কিছু সময় তিনি বাস ও সিএনজি অটোরিকশার লাইনম্যানের দায়িত্ব পালন করেন। এ সময় প্রতিটি যানবাহনকে নিয়মের মধ্যে থেকে চলাচল করতে দেখা যায়। ওসির এ উদ্যোগে তৎক্ষণাৎ অনেক যানবাহন শ্রমিক এগিয়ে এসে সহযোগিতা করেন।
এ সময় ওসি আঃ মান্নান সাংবাদিকদের জানান, যানজটের কবল থেকে যাত্রীদের মুক্তি দিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দোয়াভাঙ্গা এলাকার যানজট নিরসনে স্থায়ী উদ্যোগ নেয়া হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বাধিক পঠিত