চাঁদপুরে নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত
শনাক্তের হার ২১.৮৯ শতাংশ
গতকাল শনিবার চাঁদপুুরে করোনা শনাক্তের হার ছিলো ২১.৮৯ শতাংশ। এদিন মোট ৩০৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। বাকী ২৩৯টি রিপোর্ট নেগেটিভ।
পজিটিভ ৬৭ জনের মধ্যে ৩৪ জন চাঁদপুর সদর উপজেলার। বাদবাকীরা হচ্ছে ফরিদগঞ্জে ২১ জন, মতলব উত্তরে ১জন, মতলব দক্ষিণে ৪ জন, হাজীগঞ্জে ২ জন, কচুয়ায় ২ জন, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ২৯ জানুয়ারি শনাক্ত হওয়া ৬৭ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪শ’ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১শ’ ৮৭ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪২ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৯৭১ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মোট আক্রান্তের মধ্যে উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদর ৭১৪২ জন, হাইমচর ৮৮২ জন, মতলব উত্তরে ৯৩৮ জন, মতলব দক্ষিণে ১৩৩৭ জন, ফরিদগঞ্জে ১৮৪৯ জন, হাজীগঞ্জে ১৬৩১ জন, কচুয়ায় ৮৯১ জন ও শাহরাস্তিতে ১৭৩০ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।