দুই সম্পাদকীয় পদসহ চাঁদপুরের আটজন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শেখ ফজলে শামস পরশ ও আলহাজ মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বাধীন ২০১ সদস্য বিশিষ্ট কমিটি গতকাল ঘোষণা করা হয়। এই কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে চাঁদপুরের সাতজন রয়েছেন। এর মধ্যে দুইজন আছেন সম্পাদকীয় পদে। এই সম্পাদকীয় পদের শীর্ষে আছেন মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান আলহাজ মাঈনুল হোসেন খান নিখিল।
২০১ সদস্যের কমিটিতে চাঁদপুরের অন্য ছয়জন হচ্ছেন : পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিস মিয়া শেখ সাগর (ফরিদগঞ্জ), সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহিন পাটোয়ারী (চাঁদপুর সদর), সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান (মতলব উত্তর), কার্যনির্বাহী সদস্য একেএম মহিউদ্দিন খোকা মজুমদার (ফরিদগঞ্জ), আবদুল হাকিম তানভীর (মতলব উত্তর), বর্ষণ ইসলাম (চাঁদপুর) ও জাফর ইকবাল মুন্না (চাঁদপুর সদর)।
এদিকে ২০১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে প্রায় ১৫টি পদ এখনো শূন্য রয়েছে। এর মধ্যে প্রেসিডিয়াম সদস্য, সম্পাদকীয় পদ এবং নির্বাহী সদস্য পদ রয়েছে। শূন্য পদগুলোতে চাঁদপুরের আরো কয়েকজন স্থান পেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।