• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইভিএমে আশানুরূপ ভোটার উপস্থিতি

প্রকাশ:  ১১ অক্টোবর ২০২০, ১৯:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥ চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ভোটগ্রহণ ইলেক্টোরাল ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। আর চাঁদপুর পৌরসভায় এই প্রথম ইভিএমে ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৫২ কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি আশানুরূপ দেখা গেছে। অনেক কেন্দ্রে সকাল ৮টার পর থেকেই ভোটারদের লাইন লম্বা হতে থাকে। দুপুর পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল প্রায় সব কেন্দ্রেই। দুপুর সাড়ে ১২টার পর থেকে ঘণ্টা দুয়েকের মতো কেন্দ্রগুলো প্রায় ফাঁকাই ছিল। আবার বিকেল তিনটার পর থেকে ভোটার আসতে থাকে কেন্দ্রে। এ সময় নারী ভোটাররাই বেশিরভাগ আসতে থাকে। বয়োবৃদ্ধ পুরুষ ভোটারও দু একজন করে আসে ভোট দিতে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল হোসেন জানান, এ নির্বাচনে শতকরা ৩৪ ভাগ ভোট কাস্টিং হয়েছে। মোট ১ লাখ ১৬ হাজার ৪শ’ ৮৭ ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৯ হাজার ৭শ’ ৮ জন।

 

সর্বাধিক পঠিত