ঝুঁকিপূর্ণ নয়, সকল ভোটকেন্দ্রই সমান গুরুত্বপূর্ণ : রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল আহমেদ
আজ চাঁদপুর পৌরসভার নির্বাচন। এ নির্বাচনের রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ। তিনি সমপ্রতি চাঁদপুর জেলায় যোগদান করেছেন। তাঁর যোগদানের দুই মাসের মাথায়ই তাকে বহুল আলোচিত এ নির্বাচনটি করতে হচ্ছে। আর নির্বাচনটি হবে ইভিএমে। চাঁদপুর পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ এই প্রথম। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পাশাপাশি ভোটারদেরকেও ইভিএমে ভোট দেয়ার প্রশিক্ষণ দিতে হয়েছে। তাই তিনিসহ তাঁর পুরো টিমকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হয়েছে।
গতকাল দুপুরে কথা হয় রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল আহমেদের সাথে। তাঁর কাছে জানতে চাওয়া হয় পৌরসভার ৫২টি কেন্দ্রের মধ্যে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে কি না। এ বিষয়ে তিনি স্পষ্টভাবে জানান, আমাদের কাছে ঝুঁকিপূর্ণ বলতে কিছু নেই। আমরা বুঝি গুরুত্বপূর্ণ। আর সবকেন্দ্রই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কোনো ভোটকেন্দ্রকেই আমরা হাল্কাভাবে দেখছি না। এটি আরো পরিষ্কার করে তিনি এ প্রতিবেদককে বলেন, যেমন ধরেন আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করলাম। সে সব কেন্দ্রের প্রতিই অধিক দৃষ্টি রাখা হলো। কিন্তু দেখা গেলো যে, ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণের তালিকায় নেই এমন কোনো কেন্দ্রে অঘটন ঘটে গেলো। তখন তো আমরা এর দায় এড়াতে পারবো না। সে জন্যে আমরা ৫২টি কেন্দ্রকেই সমান গুরুত্বের সাথে দেখছি।