• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মাননীয় শিক্ষামন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া আইডি , পেজ এবং গ্রুপের বিরুদ্ধে থানায় জিডি।

প্রকাশ:  ২১ জুন ২০২০, ২১:৪৮ | আপডেট : ২২ জুন ২০২০, ১৩:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মাননীয় শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি , পেজ এবং গ্রুপ খুলে মানুষকে বিভ্রান্ত করার জন্য আজ চাঁদপুর মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি করেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। চাঁদপুর পোষ্ট প্রতিবেদক অধ্যক্ষ রতন কুমার মজুমদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান অনেকদিন পর্য্ন্ত একটি চক্র মাননীয় শিক্ষামন্ত্রীর নামে ফেসবুক আইডি ,পেজ এবং গ্রুপ খুলে নানা রকম অসত্য , কুরুচীপূর্ণ্ এবং বিভ্রান্তিমূলক পোষ্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আসছ। বিগত সময়ে এই সমস্ত আইডি , পেজ এবং গ্রুপগুলো চিহ্নিত করে বিটিআরসিকে জানালে তারা ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে আইডি পেজ এবং গ্রুপগুলো বন্ধ করে দেয়।

 

সম্প্রতি সেই চক্রটি আবার সক্রিয় হয়ে আবার মাননীয় শিক্ষামন্ত্রীর নামে আইডি , পেজ এবং গ্রুপ খুলে সেখান থেকে অসত্য , কুরুচীপূর্ণ্ এবং বিভ্রান্তিমূলক পোষ্ট দিতে থাকে। সাধারণ মানুষ সেটি যাচাই বাছাই না করে সেই সমস্ত পোষ্টগুলোতে মন্তব্য এবং শেয়ার করতে থাকে। এতে করে মাননীয় শিক্ষামন্ত্রী বিব্রতবোধ করেন । এ চক্রটি মাননীয় শিক্ষামন্ত্রীর ইমেজ ক্ষুন্ন করার জন্য এমন অপরাধমূলক কাজের সাথে লিপ্ত হয়েছে।

মাননীয় শিক্ষামন্ত্রী ডা দীপু মনি আমাদের চাঁদপুরবাসীর গর্বের । তিনি দেশ বিদেশে একজন ক্লিন ইমেজের মানুষ। তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তিনি একজন সজ্জন মানুষ। গত দেড় বছরে শিক্ষা ক্ষেত্রে তিনি যথেষ্ট সফলাতা দেখাতে সক্ষম হয়েছেন। কোন চক্র তাঁর এ সফলতায় ঈর্ষান্বিত হয়ে এমনটি করছেন বলে অধ্যক্ষ রতন কুমার মজুমদার মনে করেন। তাই তিনি একজন শিক্ষক হিসেবে ব্যথিত এবং মর্মাহত হয়ে আজ ৩টি ভূয়া আইডি , তিনটি গ্রুপ  এবং ৬টি পেজের উল্লেখ করে চাঁদপুর মডেল থানায় জিডি করেন। জিডি নং ৯৬৬ তারিখ ২১/৬/২০২০।

চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায় এই জিডিটি আমলে নিয়ে তারা তদন্ত করবে প্রয়োজনে তারা বিটিআরসি এবং পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতা নিয়ে অপরাধীদের ধরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।