• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা প্রশাসনের ‘ত্রাণ যাবে বাড়ি’ প্রোগ্রামে ব্যাপক সাড়া

প্রত্যেক পরিবারে ৭টি আইটেম করে দেয়া হচ্ছে

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২০, ২২:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে বাড়ি থাকতে হবে। বাড়ি থেকে বের হওয়া যাবে না। চাঁদপুর জেলায় সরকারি এ নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে গত ২৪ মার্চ থেকে। কিন্তু দীর্ঘ এ সময়ে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো খুবই বিপাকে পড়েছে। তাদের জীবন-জীবিকা খুবই কঠিন অবস্থায় গিয়ে পৌঁছেছে। এমতাবস্থায় তারা নিরূপায় হয়ে পড়েছিল। আর তখনি জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ‘ত্রাণ যাবে বাড়ি’ নামে একটি প্রোগ্রাম চালু করেন। এর জন্যে ৪১টি স্বেচ্ছাসেবী মোটরসাইকেল চালনা গ্রুপ প্রস্তুত করা হয়। এই গ্রুপ যারা সরাসরি ত্রাণ পাওয়ার উপযোগী এবং জেলা প্রশাসনের হটলাইনে কল করবে, তাদের বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিবে। গতকাল বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম জোরদারভাবে শুরু হয়।
জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হটলাইনে মোট ১৮৫টি কল রিসিভ করা হয়। এর মধ্যে ১০৭টি পরিবারকে ভলান্টিয়ার দিয়ে তাদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেয়া হয়। প্রতি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, আধা কেজি ডাল, এক প্যাকেট গুঁড়ো দুধ ও ১টি হাত ধোয়ার সাবান।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, আসুন সবাই নিজ নিজ ঘরে থেকে করোনা বিস্তার রোধ করি।

 

সর্বাধিক পঠিত