বৈদেশিক কর্মসংস্থানের জন্যে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
বিদেশে দক্ষতা অর্জন করে যেতে পারলে জীবনমান উন্নত হয়, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখা যায়
ফ্রি ভিসা বলতে কিছু নেই, এটি একটা প্রতারণা মাত্র


চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্যে দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদেশে দক্ষতা অর্জন করে যেতে পারলে জীবনমান উন্নত হয় এবং দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখা যায়। যে বিদেশ যাবে তার পছন্দ মতো কাজ ঠিক করা, সে কাজের উপর দক্ষতা অর্জন করা, বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বেতন, কাজ সব কিছু বুঝে-শুনে যেতে পারলে অবশ্যই জীবনমান উন্নত হবে। তখন ওই ব্যক্তি যেমন পরিবারকে সচ্ছল করতে পারবে, তেমনি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবে। আর দক্ষতা বলতে এটাই বুঝানো হয়েছে যে, যে দেশে যাবে সে দেশের ভাষার উপর দক্ষতা অর্জন করা, যে কাজের জন্য যাবে সে কাজের উপর দক্ষতা অর্জন, সে দেশের খাদ্যাভ্যাস ও পোশাক-পরিচ্ছদের ওপর জেনে নেয়া ইত্যাদি বিষয়ের উপর আগাম ধারণা দিয়ে বিদেশগামীকে মানসিকভাবে প্রস্তুত করে তোলা।
ডাঃ দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন অভিবাসন বিষয়ে নানা অভিজ্ঞতার দু একটি বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ফ্রি ভিসা বলতে কিছু নেই। এটা একটা প্রতারণা ভিসা। এটি একটি বিভ্রান্তিমূলক প্রচারণা। তথাকথিত ফ্রি ভিসায় বিদেশ যেয়ে সে দেশে নিজে নিজে কাজ জোগাড় করে নেয়া অসম্ভব। ফলে অনেকেই এ ধরনের মিথ্যা আশ্বাসে প্রতারিত হচ্ছেন। তাই আমরা যারা এ বিষয়গুলো জানি তারা যেনো আশপাশে সবাইকে জানাই। তাহলে সবাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে সচেতন হয়ে উঠবে। আমরা যদি সকলে উদ্যোগ নেই, তাহলে একজনও অনিরাপদ অভিবাসন হবে না। তাই নিরাপদ অভিবাসন এবং অভিবাসীদের জীবনমান উন্নত করতে সরকারের সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে সে দপ্তরের নির্দেশিকা অনুসরণ করা প্রয়োজন। আমি এই সেমিনার উপলক্ষে সেসব প্রচারপত্র, নির্দেশিকা এবং বুকলেট দেয়া হয়েছে, তা অনেক মূল্যবান এবং যথেষ্ট মনে করি। এ জন্যে আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। এদিকে প্রধান অতিথি আসার আগ পর্যন্ত সকাল থেকে সেমিনারে বিষয়বস্তুর উপর বিস্তারিত আলোচনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ যাহিদ হোসেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রূপক রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর প্রমুখ।