খা খা খেতে থাক, এতিমের চামড়াটাকেও খেয়ে নে!
পীর হাবিবুর রহমান
খা, খা, খেতে থাক। এতিমের চামড়াটাকেও খেয়ে নে! কৃষকের ধান খেয়েছিস, শেয়ার বাজার ব্যাংক লুটেছিস, ভেজাল খাবার ও পণ্যে মুনাফা লুটেছিস! লুটে নে। হারামখোররা তোরা সব লুটে নে! ঘুষ দুর্নীতিতো তোদের জন্য পান্তাভাতই। তোদের আর কতো টাকা চাই? বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিস! দেশে বিদেশে অবৈধ সম্পদ গড়েছিস, গড়ে নে। কাফনের কোনো পকেট থাকে না জেনেও তোদের রাক্ষুসে খিদে। তোরাই চোর, তোরাই ডাকাত, তোরাই লুটেরা!
জাতীয় শোক দিবসের মাসটিতেও তোরা নিজেদের লোভ লালসার ফনাটা ভেতরে রাখতে পারলি না!আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তোদেরকেই শোষক, দুর্নীতিবাজ, চোরাকারবারি, মুনাফাখোর বলে গেছেন। তিনি শোষিতের পক্ষেই তার অবস্হান পরিষ্কার করেছেন। মনে রাখিস, একদিন তোদের পরণতিও ভয়াবহ অভিশপ্ত হবে। মানুষের সম্পদ এতিমের হক লুটে জীবন তোদের নির্বিঘ্ন হবে না।