• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রাণ লাচ্ছির বোতলে ইয়াবা

প্রকাশ:  ০৪ আগস্ট ২০১৯, ১৮:৪২ | আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০৯:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বার লাচ্ছির বোতলে ভরে পাচারকালে ৮ হাজার ৪০০ পিস ইয়াবার একটি চালানসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা।হজে গিয়ে আরো দুই বাংলাদেশি নারীর মৃত্যু

বিজিবি-৩৪ ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, সিএনজি ট্যাক্সিটি টেকনাফের হ্নীলা নামক এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। রেজুখাল যৌথ চেক পোস্টে এটি পৌঁছলে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন।

এ সময় ট্যাক্সির যাত্রী মনোয়ারা বেগমের (২১) কাছে থাকা প্রাণ কম্পানির তরল খাবারের বোতলগুলো লুকানোর চেষ্টা করেন।

বিজিবি সদস্যদের সন্দেহ হলে তারা প্রাণের তরল পানীয়ের একটি বোতল খুলে দেখেন তাতে বিশেষ কায়দায় ইয়াবা ভর্তি করা হয়েছে। এ ভাবে ৬টি বোতলে পাওয়া যায় আট হাজার চারশত পিস ইয়াবা। এ সব ইয়াবার মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। পরে পাচারকারী মনোয়ারাকে ইয়াবাসহ আটক করা হয়। মনোয়ারা টেকনাফের নয়াপাড়া গ্রামের মো. ইসমাঈল হোসেনের স্ত্রী।

এ ব্যাপারে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।