• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের শাহরাস্তিতে বাস-সিএনজি স্কুটার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৬

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০১৯, ১৫:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বেপোরোয়া গভীর বাস ও সিএনজি স্কুটার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ যাত্রী নিহত হয়েছে। এতে সিএনজি অটোরিক্সায় থাকা ৫ যাত্রীর সকলে নিহত হয়। নিহতদের মধ্যে মা ও তার ৮ বছরের পুত্র শিশু রয়েছে। রোবাবার (২৮এপ্রিল) সকাল আনুমানিক ৯টার সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহিরাস্তি  কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : রনজিত (৫২), ফখরুল ইসলাম (৭৬), আবুল কালাম (৬২), জান্নাতুল ফেরদৌদ (২৮) ও রুমা (৮)। ঘটনাটি নিশ্চিত করেছে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম।
তিনি জানান, কাকৈরতলা বাজারের কাছে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কর্ডোভা বাসের সাথে কুমিল্লার মুদাফফরগঞ্জ থেকে আসা সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি স্কুটারের চারজন ও শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন মারা যায়। চার জনের মরদেহ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত