• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে নায়েমের প্রশিক্ষণের সনদপত্র ও পুরস্কার বিতরণ করেছেন শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৯, ১০:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের ৮ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্যে স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন প্রফেশনাল ডেভলপমেন্টের আওতায় ২৪০ জন শিক্ষকের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। শনিবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)।
    নায়েমের মহাপরিচালক প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েমের পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগ) প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএ। অনুষ্ঠানে প্রশিক্ষণে উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার ও সকল শিক্ষকের হাতে সনদপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী।

সর্বাধিক পঠিত