• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমি যদি উন্নয়ন করে থাকি, তাহলে আবারো আপনাদের সেবা করার সুযোগ চাই : ডাঃ দীপু মনি এম পি

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় সংসদ সদস্য ডাঃ দীপু মনির অব্যাহত উন্নয়ন ও জনকল্যাণকর কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার তিনি নারী কর্মীদের মাঝে চেক বিতরণ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা সামগ্রী বিতরণ করেছেন। চাঁদপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনি এসব বিতরণ করেন। এসব অনুষ্ঠানে প্রচুর সংখ্যক নারী-পুরুষ ও সাধারণ মানুষের সমাগম ঘটে।
    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় চাঁদপুর সদর উপজেলাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-২ (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের অধীন নারী কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক ও সার্টিফিকেট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ক্ষুদ্্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টর, ল্যাপটপ ও কম্পিউটার বিতরণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
    প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আবারো নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামের মা-বোনদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, যা বিগতদিনে ছিল না। তিনি বলেন, সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গেছে, মহিলাদের জমানো অর্থ পারিবারিক কাজেই ব্যবহৃত হয়। তাই নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সে দিকে সকলের নজর দেয়া উচিত। তিনি ১০ বছর আগের অবস্থা আর বর্তমান সময়ের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে কেউ না খেয়ে থাকে না। বর্তমানে রাস্তাঘাটের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ,  হাতের কাছে কমিউনিটি ক্লিনিক, বিনামূল্যে ৩০ প্রকার ঔষধ বিতরণ, বাড়িঘরের উন্নয়ন, হাতে হাতে মোবাইল, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে বছরের প্রথমদিনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, নারীর ক্ষমতায়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাসহ বিভিন্ন দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন কার জন্যে সম্ভব হয়েছে তিনি তা জানতে চাইলে উপস্থিত সকলে সমস্বরে বলে উঠেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে। তখন তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পূর্বেও প্রধানমন্ত্রী ছিলো, কিন্তু কারো দ্বারা এসব করা সম্ভব হয়নি। জননেত্রী শেখ হাসিনার কারণেই তা সম্ভব হয়েছে। কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা, তাঁর পিতার জন্যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আর শেখ হাসিনার জন্যে আমরা দেশের উন্নয়ন পেয়েছি। তিনি আরো বলেন, আমি যদি চাঁদপুরের উন্নয়নে কাজ করে থাকি তাহলে আবারো আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, নৌকা প্রতীককে বিজয়ী করবেন।
    গতকাল সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপ্রধান সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান।
    সদর উপজেলা ইউনিয়ন সমাজকর্মী রবিউল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার দিল আতিয়া পারভীন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগ সদস্য আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মোহম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্নাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ১৩০ জন নারীর মাঝে চেক, ১১৭৪ জন কৃষকের মাঝে সার ও বীজ এবং ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টর, ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল ব্যাপক।

 

সর্বাধিক পঠিত