ডাঃ দীপু মনি এমপি ২ দিনের সফরে আগামীকাল চাঁদপুর আসছেন
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি ২ দিনের সফরে আগস্ট মঙ্গলবার চাঁদপুর আসছেন। কাল এবং পরশু ১৫ আগস্ট বুধবার তিনি চাঁদপুরে অবস্থান করে নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়, উপকারভোগীদের মাঝে নিজ উদ্যোগের চাল বিতরণ, একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি, একাধিক সরকারি উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও র্যালিতে অংশগ্রহণ করবেন।
ডাঃ দীপু মনি আজ সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে নদীপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। চাঁদপুর পৌঁছে সকাল ১১টায় চাঁদপুর শহরের পুরাণবাজার শহর রক্ষা বাঁধ পরিদর্শন করবেন, সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদীতে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করবেন, দুপুর সাড়ে ১২টায় ডাঃ দীপু মনি এমপির নিজ উদ্যোগে অসহায়, দরিদ্র ও উপকারভোগীদের মাঝে জিআরের চাল বিতরণ, বিকেল ৪টায় সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়ায় বিদ্যুতের শুভ উদ্বোধন, রাত ৮টায় মিশন রোডস্থ বাসভবনে নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতিবিনিময় করবেন।
পরদিন ১৫ আগস্ট সকাল ৯টায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালিতে অংশগ্রহণ, সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ, দুপুর ১২টায় শোক দিবস উপলক্ষে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, রাত ৮টায় মিশন রোডস্থ বাসভবনে নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতিবিনিময় করবেন। সফর শেষে ডাঃ দীপু মনি এমপি পরদিন সকাল ৯টায় নদীপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।