• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনির ঐকান্তিক প্রচেষ্টায় স্ট্রীট লাইটসহ ২৩১টি সোলারে আলোকিত সদরের প্রত্যন্ত এলাকার গ্রাম ও ঘর

প্রকাশ:  ১১ জুলাই ২০১৮, ০৮:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ২০১৭-১৮ অর্থ বছরে বিভিন্ন খাতের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলায় প্রায় সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কাবিখা, কাবিটা, টিআর, জিআর প্রকল্পের অধীন প্রায় ১ কোটি ৬২ লাখ টাকার উন্নয়ন কাজ করা হয়। উন্নয়নমূলক কাজ হয়েছে ৫২৫টি প্রতিষ্ঠানে। স্ট্রীট লাইটসহ প্রত্যন্ত গ্রামে স্থাপন করা হয় ২৩১টি সোলার। এইচবিবি প্রকল্পের মাধ্যমে গ্রামের সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তা ইটের সলিং করা হয়েছে। ২৫৯ পরিবার ৩৫২ বান্ডেল ঢেউটিন পেয়েছে। বিতরণ করা হয়েছে ৮ হাজার ৬২৫ পিচ। ভিজিএফ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির মাধ্যমে হাজার হাজার পরিবারকে নগদ অর্থ সহয়তাসহ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এসব তথ্য চাঁদপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে জানা যায়।
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, চাঁদপুর সদর আসনের ডাঃ দীপু মনি এমপির ঐকান্তিক প্রেরণায় স্ট্রীট লাইটসহ সোলার বিদ্যুতে আলোকিত হয়েছে প্রত্যন্ত অঞ্চলের বহু গ্রাম ও ঘর। সরকারি নীতিমালা অনুযায়ী উন্নয়ন প্রকল্পগুলো শতভাগ বাস্তবায়ন করা হয়েছে।

 

সূত্র : চাঁদপুর কণ্ঠ।

সর্বাধিক পঠিত