চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
জনদুর্ভোগের নানা বিষয় উপস্থাপন ও সমাধানে সিদ্ধান্ত গ্রহণ
চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল ৮ জুলাই রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। সভার আলোচ্যসূচির মধ্যে ছিলো বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংঘটিত অপরাধ চিত্র এবং প্রতিকার ব্যবস্থা পর্যালোচনা, ফৌজদারী মামলা নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা, পাসপোর্ট সেবার মানোন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতা প্রদান সম্পর্কিত আলোচনা, গ্রাম আদালতের কার্যক্রম শক্তিশালীকরণের নিমিত্তে কার্যক্রম গ্রহণ এবং বিবিধ।
সভার শুরুতে বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ এবং এর অগ্রগতি প্রতিবেদন পেশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর কাজল চন্দ্র দাস, সওজ চাঁদপুর-এর নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবীব উল্লাহ মারুফ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাহফুজুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ মোঃ এনায়েত উল্লাহ (বিএন), ডাঃ দীপু মনি এমপির স্থানীয় প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর মজিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) নাছির উদ্দিন ভূঁইয়া প্রমুখ। সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনায় ঈদের কয়েকটি দিন সিএনজি স্কুটার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, বকেয়া পরিশোধ না করার কারণে বন্ধ সিএনজি পাম্প মালিকদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, নৌ-পথের যাতায়াতে লঞ্চের কেবিন ভাড়া আদায়ে বৈষম্য রোধ, কেবিনের যাত্রীদের সেবার মান বৃদ্ধি, জলাবদ্ধতায় রাস্তা ডুবে থাকা, ভাঙ্গা রাস্তায় মানুষের দুর্ভোগ, ঈদুল আযহার আগেই বাইপাস সড়কগুলো মেরামত, হাইকোর্টের রীটের নামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, প্রভাব খাটিয়ে ঠিকাদার উন্নয়ন কাজ ফেলে রেখে জনগণের ভোগান্তি সৃষ্টি করা, ফেসবুকে ধর্মীয় উস্কানিদাতা, মানুষের চরিত্রহনন ও অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, কর্মকর্তাদের নাম বলে বিকাশে টাকা চাওয়া প্রতারকদের চিহ্নিত করা, হিজড়াদের উৎপাত নিয়ন্ত্রণ করা, জঙ্গিবাদ বিষয়ে নজর রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা, কোটা সংস্কারের নামে রাজনৈতিক ফায়দা লুটতে না দেয়া, ইয়াবা বিক্রি বন্ধে তৎপরতা বাড়ানো, যানজট নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন বক্তারা। এসব ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসক তাৎক্ষণিক বিষয়গুলো নোট করেন।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যারা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করবে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আলোচনায় অনেকগুলো ইস্যু নিয়ে কথা হয়েছে। এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সামনে জাতীয় নির্বাচন। দেশে যতরকম কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে সেগুলো ব্যাপকভাবে জনগণের মাঝে তুলে ধরতে হবে। যেসব কাজ অসম্পন্ন আছে সেগুলো খুব দ্রুত শেষ করতে হবে।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, সভার আলোচনায় প্রতীয়মান হয়েছে সকলের সহযোগিতায় জেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। শান্তি-শৃঙ্খলায় জনমনে সন্তুষ্টি রয়েছে। এখন আমাদের সামনে চাঁদপুরের তিনটি সমস্যা। সেগুলো হলো রাস্তাঘাট, ময়লা-আবর্জনা এবং অতিরিক্ত যানবাহন। এ সমস্যার কারণে জনজীবনে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। এসব বিষয় নিয়ে খুব কথা হয়। কিন্তু কাজ হয় না। এ ব্যাপারে দৃষ্টি দেয়া দরকার। সকলের কর্মতৎপরতায় আমাদের আইনশৃঙ্খলা বেশ ভালো আছে। তিনি জানান, জেলা পর্যায়ে ট্রাফিক অফিস ভবন এবং ড্যাম্পিং রাউন্ড নির্মিত হবে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর হতে নির্দেশনা এসেছে।
পৌর মেয়র তাঁর বক্তব্যে বলেন, বর্ষার সময়ে এডিপির অর্থায়নের রাস্তার কাজ হয় না। শুষ্ক মৌসুমে চাঁদপুর শহরের সমস্যাজনিত রাস্তাগুলোর উন্নয়ন কাজ যথারীতি হয়ে যাবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, কোরবানি ঈদের আগে বাইপাস সড়কগুলোর সংস্কার কাজ করতে হবে। ইয়াবা বিক্রেতারা নতুন কৌশলে মাদক বিক্রি করছে বলে আমাদের কাছে খবর আসছে। ওইসব জায়গায় নজরদারি বাড়াতে হবে। মোবাইলে/ফেসবুকে মানুষের চরিত্রহনন এবং অপপ্রচার করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। হিজড়ারা মানুষের বিয়ে বাড়িতে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করে চাহিদা মোতাবেক টাকা আদায় করছে। বড়স্টেশন মোলহেডে হিজড়াদের উৎপাত বন্ধ করতে হবে। লঞ্চের ভাড়া নেয়ার ক্ষেত্রে যাত্রীসেবার মান বাড়াতে হবে। সিএনজি পাম্পের মালিকের জায়গায় গাড়ি রাখার ব্যবস্থা থাকতে হবে। রাস্তার উপর গ্যাসের জন্যে গাড়ির সিরিয়াল রাখা যাবে না। সরকারের টাকা পরিশোধ না করে গ্যাস পাম্পের মালিকরা আরাম-আয়েশ করবে, তা হতে পারে না। জনস্বার্থে এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জোর দিয়ে বলেন তিনি।
এছাড়া কচুয়া থানার অফিসার ইনচার্জ তাঁর বক্তব্যে জানান, ১৪ জুলাই সাচার রথযাত্রা। সরকার থেকে এই রথযাত্রার নামে বরাদ্দ এসেছে। সেখানে দুটি কমিটি নিয়ে বিরোধ রয়েছে। এছাড়া একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আইনশৃঙ্খলা বিঘ্ন হচ্ছে।
সূত্র : চাঁদপুর কণ্ঠ