চাঁসক রোভার স্কাউট গ্রুপের রোভারিং কার্যক্রমের শতবর্ষ উদ্যাপন ও ডে ক্যাম্প
স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি) ১৯১৮ সালে রোভারিং কার্যক্রম শুরু করেন। এর শতবর্ষ উদ্যাপন উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ নিজ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং একদিনের একটি ক্যাম্প করেছে।
গতকাল ৩০ জুন শনিবার সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তারপর কলেজের অধ্যক্ষ এবং চাঁসক রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন জাতীয় পতাকা এবং চাঁসক রোভার স্কাউটের আরএসএল রূপক রায় রোভার পতাকা উত্তোলন করে ক্যাম্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, শিক্ষক পরিষদের সম্পাদক ওয়াহিদুর রহমান, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাবেক এবং বর্তমান রোভারবৃন্দ। দিনব্যাপী কর্মসূচিতে ছিলো তাঁবু পরিদর্শন, পাইনিওয়ারিং, প্রাথমিক প্রতিবিধান, দক্ষতা বৃদ্ধি, হাইকিং এবং তাঁবু জলসা।
সমাপনী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ বলেন, যারা রোভার, তারা সর্বদা কর্মঠ থাকে, দৃঢ় থাকে মনোবল। আজকে বিরূপ আবহাওয়াও তোমরা প্রমাণ করেছ তোমাদের চিন্তা এবং কথায় সেবার মনোভাব। এমন করে আরো ক্যাম্পের আয়োজন করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার জন্যে তিনি আহ্বান করেন। আরএসএল রূপক রায় বলেন, স্কাউটিং একটি অরাজনৈতিক সংগঠন। এখানে যারা আসে তারা অনেক কিছু শিখে যায়, যা তার বাস্তবিক জীবনে অনেক প্রয়োজন হয়। তিনি ধন্যবাদ জানান সবাইকে ডে ক্যাম্প এবং বৃক্ষরোপণে অংশগ্রহণ করার জন্যে। ডে ক্যাম্প পরিচালনা করেন মোঃ আবদুল্লাহ আল নোমান (সাবেক এসআরএম), মোঃ টিপু সুলতান (বর্তমান এসআরএম), মোঃ আবু নেছার (আরএম) ও মিথুন চক্রবর্তী (আরএম)।