• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

বর্তমান সরকারের উন্নয়নের দেয়া টার্গেট ২০৩০ সাল পর্যন্ত

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ০৮:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৩ জুন শনিবার জেলা প্রশাসন আয়োজিত উক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা সকাল সাড়ে ৯টায় চাঁদপুর স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার সঞ্চালনায় প্রবন্ধ পাঠ করেন ডাঃ পীযূষ কান্তি বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
    তিনি বলেন, যেসব সংস্থা সেবা দিচ্ছে তারা যেন আন্তরিকতার সাথে সেবা প্রদান করেন।  একজন জেলা প্রশাসক সব সময় প্রশাসনিক সেবা দিয়ে থাকে। বর্তমান সরকারের উন্নয়নের দেয়া টার্গেট ২০৩০ সাল পর্যন্ত প্রথম পর্যায়ে ১০০টি উপজেলা ও দ্বিতীয় পর্যায়ে ২০০টি উপজেলায় শতভাগ উন্নয়ন বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে।
    সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ সরকার, সহকারী উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে হতদরিদ্র ১০ জন ও ক্যান্সার আক্রান্ত ১৯ জনকে চেক প্রদান করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। সর্বমোট ১০ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

সর্বাধিক পঠিত