• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশ:  ১১ জুন ২০১৮, ১২:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাহমুদ জামানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মতলব ফেরিঘাটে ফেরি সঙ্কট দেখা দিয়েছে। ২টি ফেরির মধ্য থেকে একটি ফেরি মেঘনা ঘাটে সরিয়ে নেয়া হয়েছে। যার ফলে মতলব ফেরিঘাটে যানজট সৃষ্টি হচ্ছে। এতে করে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তিনি বলেন, মহাসড়কে যানজটের ফলে ভিআইপি ও সাধারণ মানুষ মতলবকে নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার করে থাকে। এখানে ফেরি সঙ্কট সৃষ্টি হওয়ায় যাত্রীদের এখন সীমাহীন দুর্ভোগ। মতলব ফেরি এখনও মান্ধাতা আমলের হিসেবেই চলছে। ফেরিগুলোতে গাড়ি ওঠার পর দড়ি দিয়ে ব্যারিকেড দেয়া হয়। এতে করে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। মতলব উত্তর উপজেলার শ্রী রায়েরচর এলাকার ব্রীজটির একাংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে গাছের খুঁটি দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই গর্তে পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই সড়ক ও জনপথ বিভাগকে ঈদ উপলক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে রাস্তাটি সংস্কারের জন্যে নির্দেশ দেয়া হলো। তিনি বলেন, গ্রাম আদালত পরিচালনার জন্যে সরকার অর্থও দিচ্ছে। তারপরও ইউপি চেয়ারম্যানগণ কোনো কার্যক্রম জেলা প্রশাসনকে জানাচ্ছেন না। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি খোঁজ নিয়ে জানাবে। পবিত্র ঈদুল ফিতরের জন্যে আমরা জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের কাজ ভাগ করে দিয়েছি। জেলা প্রশাসক বলেন, সরকারের উদ্যোগগুলোর মধ্য থেকে যদি ৫০ ভাগ কাজও বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা অবশ্যই সোনার বাংলাদেশ গড়তে পারবো।
    অন্য বক্তারা বলেন, শাহরাস্তি উপজেলার ২টি সড়ক সড়ক ও জনপথের আওতাধীন। এ সড়ক দিয়ে যাতায়াত করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে । আর তার কারণ হলো, শাহরাস্তি উপজেলায় বেশ কিছু ইটভাটা রয়েছে। তাদের ইট ও মাটি পরিবহনের জন্য যেসব  গাড়ি ব্যবহার করা হচ্ছে তা রাস্তায় লোড সইতে পারছে না। ফলে রাস্তা ভেঙ্গেচুরে একাকার হয়ে যায়। এসব ইটভাটায় ফসলের জমির  মাটি কেটে নেয়ার ফলে জমি ঊর্বরতা হারাচ্ছে। রাস্তাগুলোকে ত্বরিৎ সংস্কারের ব্যবস্থা করলে শাহরাস্তি উপজেলার মানুষ উপকৃত হবে। বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের পূর্ব পার্শ্বে যে মার্কেট রয়েছে তা এই পাম্পের মালিকের। তিনি দোকান ভাড়া দেয়ার কারণে সিএনজি স্কুটারগুলো রাস্তার উপরে দীর্ঘলাইন দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে এই স্থানটিতে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের সমস্যার কারণে এ বছর লঞ্চের যাত্রী বৃদ্ধি পাবে। তাই নিশিরোড ও মাদ্রাসা রোড বিগত বছরের মতো ওয়ানওয়ে করতে হবে। প্রফেসরপাড়া, কোড়ালিয়া রোড ও কয়লা ঘাট এলাকায় ছিনতাই হয়ে থাকে। সেখানে ছিনতাই রোধে পুলিশ টহল জোরদার করতে হবে।
    বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, নৌ পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জামান, শাহরাস্তি পৌরসভার মেয়র মোঃ হাজী আব্দুল লতিফ, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলি, ট্রাফিক ইন্সপেক্টর নাসির উদ্দিনসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা আফরোজ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, মতলব দক্ষিণ উপজেল নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।

 

সর্বাধিক পঠিত