• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরানবাজার লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে ডাঃ দীপু মনি এমপি

যে কোনো মূল্যে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা করবো

প্রকাশ:  ০১ জুন ২০১৮, ১৬:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় চাঁদপুর পুরাণবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রমে শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৮তম তিরোধান উৎসব শুরু হয়েছে। গত ২৮মে মন্দির প্রাঙ্গণে শুরু হওয়া ৭ দিনব্যাপি ধর্মীয় এ উৎসবের ৪র্থ দিন গতকাল ৩১ মে সন্ধ্যায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি উপস্থিত হন। তিনি সেখানে পেঁৗছলে মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কার্তিক চন্দ্র সাহা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান রিপন সাহাসহ কমিটির সহ-সভাপতি প্রমোদ কুমার দাস, লিটন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল ঘোষ, রনি পোদ্দার, প্রীতম সাহা, সুমন সাহা, কাকন সরকার, অরিজিৎ সাহা, মানিক মজুমদারসহ সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।


ডাঃ দীপু মনি ভক্ত নর-নারীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দেশে বর্তমানে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো মূল্যে আমরা রক্ষা করবো। তিনি সকল সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান ব্যাপক উৎসাহে পালন করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা নির্ভয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের এ উন্নয়নে আমরা সকলে মিলে একযোগে কাজ করব। তিনি আগামী জাতীয় নির্বাচনে তাকে আবারো মানুষের সেবা করার সুযোগ প্রদানের আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি নির্বাচিত হয়ে আপনাদের আমানতের খেয়ানত করিনি। আমি চেষ্টা করেছি চাঁদপুরের উন্নয়নে কাজ করতো। হয়তো সকল কাজ সম্পন্ন করতে পারিনি। সে সব অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আপনারা আমাকে পুনরায় সুযোগ দিবেন। তিনি হরিসভা এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে ডাঃ দীপু মনির সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জীবনদীপ অনলাইন রক্তদাতা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, ওয়ার্ড যুবলীগ নেতা মোবারক হোসেনসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ।

 

তথ্য সূত্র : চাঁদপুর কণ্ঠ

সর্বাধিক পঠিত