• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

থানা থেকে ছেড়ে দেওয়া হলো ইরানকে

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ০১:৩১
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট

প্রতিনিধি সম্মেলনে শেষে চট্টগ্রামে আটক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ফরিদ আহমেদসহ তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ওই অনুষ্ঠান শেষে তাদের আটক করা হয়েছিল। বিকেলে কোতোয়ালি থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

তবে আটক অন্য ১০ জনকে আগের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে লেবার পার্টির প্রতিনিধি সম্মেলন ছিল। অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বের হতেই তাদের আটক করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ জানান, ইরানসহ তিনজনকে তাদের দলের লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১০ জনকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত