• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হঠাৎ রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি নেতারা

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ০২:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক সম্পন্ন হয়েছে। তবে এতে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গণমাধ্যমকে জানাননি দলটির দায়িত্বশীল কোনও নেতা।

জানতে চাইলে বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেন সেখানে উপস্থিত ছিলেন এমন এক নেতা। তিনি জানান,বিএনপির সিনিয়র নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, যা ঘণ্টা খানেকের মতো স্থায়ী ছিল।

তিনি আরো  বলেন, এটি রুদ্ধদ্বার বৈঠক ছিল। তাই বৈঠকের ব্যাপারটা গণমাধ্যমকে জানানো হয়নি। বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কেও কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

সূত্র জানায়, বৈঠকে প্রধান বিচারপতিকে নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি, প্রধানমন্ত্রীর দেশে ফেরাসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আরো অনেক সিনিয়র নেতা।

 

সর্বাধিক পঠিত