• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নোবেলের জন্য লন্ডনে বসে আছেন হাসিনা: দুদু

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৫:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে নোবেল পাওয়ার আশায় লন্ডনে বসে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সেমিনারে দুদু এ মন্তব্য করেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে তিনি নোবেল পাওয়ার আশা করছেন। মনে হচ্ছে তিনি নোবেলের কাছাকাছি আছেন। জাতিসংঘের অধিবেশনে একটা প্রস্তাবও পাস করতে পারলেন না। তারপরেও এটা আমাদের বিশ্বাস করতে হচ্ছে প্রধানমন্ত্রী নোবেলের জন্য লন্ডনে বসে আছেন। পারলে মনে হয় সেটা নিয়েই বাংলাদেশে ফিরবেন।’   

‘জাতিগত নির্মুল অভিযান ও গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষায় করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ২০ দলীয় জোটের অন্যতম দল খেলাফত মজলিস।

দুদু বলেন, ‘যে রোহিঙ্গাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢুকতেই দিলেন না, আওয়ামী লীগ বলছে তিনি নাকি মানবতার জননী। যে কাজ তিনি করতেই চাননি অথচ তিনি মানবতার নেত্রী হয়ে গেলেন। এখন পর্যন্ত রোহিঙ্গদের জন্য যা করা হয়েছে তা এ দেশের আপামর জনসাধারণ করেছে। এতে সরকারের কোনো কৃতিত্ব নেই।’

বর্তমান সরকারকে হঠানো ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না মন্তব্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘রোহিঙ্গা সংকটসহ দেশের সব সমস্যার সমাধানের জন্য এই সরকারকে হটাতে হবে। ক্ষমতার জন্য সরকার উন্মাদ হয়ে সন্ত্রাসীর মতো আচরণ করছে। দেশের সব সমস্যা সমাধানের জন্য এই সরকারকে হটাতে হবে, তাছাড়া সম্ভব নয়।’

শামছুজ্জামান দুদু বলেন, ‘বর্তমান সরকারের আমলে প্রধান বিচারপতির কী অবস্থা, কী ভয়ঙ্কর একটা পরিস্থিতি। একজন সুস্থ মানুষকে ঘরের মধ্যে সবার আড়ালে চলে যেতে হলো। এমন একটি সরকারের কাছে খাদ্য, বাসস্থান নিরাপত্তা আশা করা যায় না।’

বিএনপির এই নেতা বলেন, ‘সন্ত্রাসীদের কাছে মানবতা থাকে না। দেশের সব সমস্যা সমাধান করতে এই সরকারকে সরাতে হবে। এজন্য দরকার জাতীয় ঐক্য। আজকে এই সরকারকে বিদায় করলে কাল থেকেই সব সমস্যার সমাধানের পথ খুলে যাবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘রোহিঙ্গাদের পাশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছেন শুধু মানুষকে উপহাস করার জন্য। তিনি শুধু বিএনপিকে কীভাবে হেয় করে কথা বলা যায়, তাই করেন। তাছাড়া রিলিফ চুরিতে আওয়ামী লীগের অতীত রেকর্ডও আছে।’

রোহিঙ্গা ইস্যুতে সরকারকে বিএনপি সাহায্য করতে চায় উল্লেখ করে শামছুজ্জামান দুদু বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে কূটনীতির সর্বোচ্চ ধাপ হচ্ছে সামরিক ব্যবস্থা নেয়া। তার আগে কূটনীতির সবকিছু করতে হবে। কিন্তু বর্তমান সরকার প্রধান কেন সেগুলো করছেন না। আসলে ভারত চীন অসন্তুষ্ট হতে পারে এ কারণে তিনি শক্ত অবস্থান নিতে পারছেন না।’

খেলাফত মজলিসের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসাহাকের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহাসচিব আহমদ আবদুল কাদের। সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, হেফাজতের নায়েবে আমির নূর হোছাইন কাসেমী, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুর রকিব প্রমুখ।

সর্বাধিক পঠিত