ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আহ্বানে চেম্বারে যাবেন আইনজীবীরা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ১২:২০
আদালত প্রতিবেদক
প্রিন্ট
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিষয়ে কথা বলতে ভারপ্রাপ্ত বিচারপতির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। এ সময় তাদের সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবীরাও উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের কাছে তাদের এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে সকালে আইনজীবী নেতৃবৃন্দের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, আপনারা আপনাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আপনারা চেম্বারে আসতে পারেন। এটা কোর্টের বিষয় নয় তো। বিষয়টি শুনলাম, আমরা চিন্তা করবো।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ওই আহ্বানের প্রেক্ষিতেই আইনজীবীরা তার চেম্বারে যাওয়ার সিদ্ধান্ত নেন।