• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘প্রধান বিচারপতি ছুটিতে থাকায় বিচারকার্যে কোনো প্রভাব পড়েনি’

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৫:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে থাকায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারকার্যে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিচারপতি ছুটিতে থাকায় সর্বোচ্চ আদালতের বিচার কার্যে কোনো প্রভাব পড়েনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজও প্রায় ১০০টি মামলার বিচারকার্য হয়েছে। একজন বিচারপতির জন্য বিচার বিভাগ থেমে থাকে না।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়টি নিয়ে রাজনীতি করার কিছু নেই। যারা উদ্বেগ প্রকাশ করছেন, তারা নিজেরা নিজেরাই উদ্বেগ তৈরি করে নিচ্ছেন।

গত সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর পরদিন মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যভার গ্রহণ করেন। এবং তার নেতৃত্বে মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

সর্বাধিক পঠিত