• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধান বিচারপতির জন্য দোয়া চাইলেন আইনমন্ত্রী

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৫:১৮ | আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৫:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চিকিৎসকের ক্লিয়ারেন্স পেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহারেক দেখতে যাবেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, প্রধান বিচারপতি বাসাতেই আছেন। চিকিৎসক দেখিয়েছেন। তার সুস্থতার জন্য মন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। 

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধান বিচারপতির ছুটি নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। যারা এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন তাদের উচিত প্রধান বিচারপতির জন্য দোয়া করা। আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তার সুস্থ হতে সময় প্রয়োজন। তাই তিনি ছুটি নিয়েছেন। কিন্তু বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে। বিএনপির উচিত কেউ অসুস্থ হলে তার জন্য দোয়া করা।

আনিসুল হক বলেন, আমি যতদূর জানি, তিনি বাসায় আসেন। মঙ্গলবার ডাক্তার তাকে দেখে গেছেন।আজকে তিনি ডাক্তারের সঙ্গে কথা বলেছেন। শিগগিরই আমি তাকে দেখতে যাবো। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি গৃহবন্দি নন। তিনি কেন হাসপাতালে যাননি সেটা আমি বলতে পারবো না। এটা তার ব্যাপার।

তাকে বিদেশ পাঠানো হচ্ছে কি না, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমি জানি না। প্রধান বিচারপতির ছুটি চেয়ে দেয়া চিঠির কপি দেখিয়ে আইনমন্ত্রী বলেন, চিঠিতে তিনি ছুটির কারণ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার চিকিৎসার জন্য ছুটির প্রয়োজন। এ সময় মন্ত্রী প্রধান বিচারপতির আবেদনটি পড়ে শোনান। চিঠির ভাষা মনে হচ্ছে প্রধান বিচারপতির নয়- এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি এটা নিয়ে কোনো স্পেকিউলেশন করতে পারবো না।

সর্বাধিক পঠিত