• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধান বিচারপতিকে ফেরাতে আইনজীবীদের ৫ দাবি

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৯:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ক্যান্সারের অসুস্থতায় এক মাসের ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বিচারাঙ্গনের ফেরাতে সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা পাঁচটি দাবি জানিয়েছেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিলপূর্বক সমাবেশে বক্তারা এ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো— এক. দ্রুত সময়ের মধ্যে সিনিয়র আইনজীবীদের দ্বারা প্রধান বিচারপতি এসকে সিনহার অবস্থান জানতে হবে, দুই. সিনিয়র আইনজীবীদের দ্বারা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তিন. তার ছুটির কারণ জানতে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে, চার. বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ রোধ করতে কাজ করতে হবে এবং পাঁচ. সাধারণ মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে বিচার বিভাগের ওপর যে অন্যায় আচরণ করা হয়েছে তার বিরুদ্ধে আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

আইনজীবী রফিকুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে মিছিলপূর্বক আলোচনায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ্ মিয়া, অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ, অ্যাডভোকেট আবদুর রকিব, অ্যাডভোকেট আশফাকুজ্জামান রিপন, অ্যাডভোকেট মোস্তফা কামাল, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট শরীফ ইউ আহমেদ প্রমূখ।