• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে: ভারতের স্পিকার

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৫:৫৩
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

ভারতের পার্লামেন্টের (লোকসভা) স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, বিগত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন আয়োজন করে বাংলাদেশ তাদের সক্ষমতা প্রমাণ করেছে। আসন্ন ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শন (সিপিএ) সম্মেলন আয়োজনেও বাংলাদেশ সফল হবে।

অষ্টম সার্ক স্পিকার্স সম্মেলন উপক্ষে শ্রীলঙ্কা অবস্থানরত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সোমবার রাতে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। বুধবার রাজধানী কলম্বোয় অষ্টম সার্ক স্পিকার্স সম্মেলন শুরু হবে।

সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষীক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি এবং আগামী ১ থেকে ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনে ভারতের লোকসভা ও রাজ্যসভা থেকে একটি বড় প্রতিনিধিদল অংশ নেবেন বলে জানান সুমিত্রা মহাজন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ৬৩তম সিপিসি আয়োজনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। সম্মেলনে কমনওয়েলথভুক্ত সব রাষ্ট্র ও বিভিন্ন সিপিএ ব্রাঞ্চের স্পিকার, ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্য ও অন্যান্য সদস্যসহ প্রায় ছয়শ প্রতিনিধি অংশ নেবেন।

বৈঠককালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দু’দেশের সংসদ সদস্যদের মধ্যে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন৷

সর্বাধিক পঠিত