শেখ হাসিনা উদারচিত্তে সীমান্ত খুলে দিয়েছেন: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রোহিঙ্গা নারী-শিশুদের কথা ভেবে, মানবতার কথা ভেবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আকাশের মতো উদার চিত্ত নিয়ে সীমান্ত খুলে দিয়েছেন। বিশ্বে এটা একটা বিরল ঘটনা। রাজনৈতিক নেতারা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবলেও একজন রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে ভাবেন।’
সোমবার বিকালে কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আমার কাজের সদর দপ্তর হচ্ছে কক্সবাজার। রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার জন্য সব দপ্তরের সাথে সমন্বয় করে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি।’
এ সময় যুবলীগকে নবসৃষ্ট উল্লাসে বৈশাখী ঝড়ের সাথে তুলনা করে বলেন, ‘যুবলীগ চেয়াম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর প্রকাশনা ঐতিহাসিক দলিল। যুবলীগ শুধু আন্দোলন সংগ্রামে রাজপথে থাকে না, তারা মেধা মননের চর্চা করে।’
সম্মানিত অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেমন গঙ্গার পানি চুক্তি করেছেন, সহিংসতা ছাড়া পার্বত্য শান্তি চুক্তি করেছেন, ছিটমহল সমস্যার সমাধান করতে পারেন, সমুদ্র সীমানা বাড়াতে পারেন, যিনি জলে স্থলে বাংলাদেশের মানচিত্র সম্প্রসারিত করতে পারেন, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশকে যিনি দুই লাখ ৪৬ হাজার ৩৭ করতে পারেন, তিনিই পারবেন রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান।’
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শিখর।
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী পরিচালনায় আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, বেলাল হোসাইন, শাহজাহান ভুইয়া মাখন, জাকির হোসেন খাঁন, শেখ আতিয়ার রহমান দিপু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, নাসরিন জাহান শেফালী, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, আসাদুল হক আসাদ, ফারুক হাসান তুহিন, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর রহমান মিজু, শফিকুল ইসলাম, কায়সার আহম্মেদ, ইকবাল মাহমুদ বাবলু, সহ সম্পাদক কাজী মারুফুল ইসলাম বিপ্লব, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, বান্দরবন জেলা যুবলীগের আহ্বায়ক মোহম্মদ হোসাইন, খাগরাছাড়ি জেলা যুবলীগের ভারপ্রাপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন।